Posts

Showing posts from November, 2018

মামাতো বোন যখন বউ

লেখক:: ভাস্কর কি রে কতোদুর পৌঁছালি...!!?? - এই তো আম্মু পৌঁছে যাচ্ছি ! মাত্র ব্যাস থেকে নামলাম । আর কিছুক্ষণের মধ্যে মামার বাসায় পৌঁছে যাবো । তুমি আমায় নিয়ে অযথা চিন্তা করো না । -চিন্তা তোকে নিয়ে করছি না । চিন্তা হচ্ছে তোর মামা -মামিদের নিয়ে । তুই যে শয়তান ছেলে !! দেখ আজকে ৬ বছর পর মামার বাসায় যাচ্ছিস !! খবরদার ওখানে একদম কোনো রকমের বাদরামী করবি না । - তুমি এই কথা বলতে পারলে আম্মু..!! তোমার কথা শুনে মনে অনেক ব্যাথা পেলাম । তুমি আমার নিজের আম্মু হয়ে এই কথা বলতে পারলে...!!?? যদিও বা আমার মাঝে মাঝে তোমাকে দেখে মনে সন্দেহ জাগে যে আমার মতো এমন একটা কিউট পোলা তোমার সন্তান হলাম কি করে...!!?? - এই শয়তান ছেলে একদম ফালতু কথা বলবি না । চুপচাপ ভাইয়ার বাসায় চলে যা । ( রাগি গলায় ) - ধম্কাচ্ছো কেনো..!! সত্য কথা বললে সবাইকে ছ্যাকা লাগে । যেমন এখন তোমার লাগলো । - আর একটা ফালতু কথা বললে ঠাটিয়ে তোর মুখ বন্ধ করে দেবো । কেমন শয়তান ছেলে !! নিজের মাকে কেউ এমন কথা বলে ..?? ( ধমকের সুরে ) - কেউ বলুক আর নাই বলুক আমি বলবো । আমি হলাম সত্য বাদী । সারাজীবন সত্যের পথে চলে অাসছি আর চলতে থাকবো । এতে আমার কোনো ভ...